ছাতকে খাদ্য বান্ধব কর্মসূচীর প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২১

ছাতকে খাদ্য বান্ধব কর্মসূচীর প্রস্তুতিমূলক সভা

ছাতক প্রতিনিধি:

ছাতকে খাদ্য বান্ধব কর্মসূচীর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১আগষ্ট) সকালে উপজেলা সম্মেলন কক্ষে
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রবের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, সাহাব উদ্দিন সাহেল, ওসিএলএসডি মাহবুব রহমান চৌধুরী, বিভিন্ন ইউনিয়নে নিযুক্ত ট্যাগ অফিসার মাহবুবুল হক, শফিকুর রহমান, জুলহাস উদ্দিন, এনামুল ইসলাম পারভেজ, কামরুজ্জামান, জুনায়েদ আহমদ, রথীশ রঞ্জন শর্ম্মা, নাছির উদ্দিন, আনিসুর রহমান, ডিলার আব্দুস ছালাম, রাজু তালুকদার প্রমুখ। খাদ্যবান্ধব কর্মসূচীর ১০টাকা কেজির চাল বিক্রয় ১ সেপ্টেম্বর থেকে শুরু করা হবে। নির্ধারিত কার্ডধারী উপকারভোগীরা ৩০ কেজি করে চাল ক্রয় করতে পারবেন। বছরের এপ্রিল, মে, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে ১০ টাকা কেজির চাল প্রতি মাসে একবার করে দেয়া হবে। খাদ্য বান্ধব কর্মসূচীর আওতাভুক্ত উপকারভোগীদের স্ব-স্ব কার্ড দিয়ে চাল সংগ্রহ করে কার্ডটি আবার নিজ হেফাজতে রাখার পরামর্শ দেন কর্মকর্তারা। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান বলেন, ১০টাকা কেজিতে চাল বিক্রি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি। খাদ্যবান্ধব কর্মসূচীতে কোনরকম অনিয়ম-দূর্নীতি সহ্য করা হবে না। অনিয়ম প্রমাণিত হলেই তাৎক্ষনিক জেল-জরিমানা সহ ডিলারশীপ বাতিল করা হবে। এসময় ডিলার আব্দুর রহমান, আনোয়ার রহমান, জামাল হোসেন, রইছ আলী, বেলাল আহমদ, সোহাগ আহমদ, ছমরু মিয়া, জাহাঙ্গীর আলম, সৈয়দুল ইসলাম, আব্দুল খালিকসহ বিভিন্ন ইউনিয়নে নিযুক্ত ডিলারগণ উপস্থিত ছিলেন। ##

এ সংক্রান্ত আরও সংবাদ