ওষুধ কোম্পানির তেলেসমাতি

প্রকাশিত: ৬:১৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২১

ওষুধ কোম্পানির তেলেসমাতি

মুহাম্মদ সানোয়ার আলী,,,,

এটা ডাক্তার সাহেব এর চেম্বার এর দরজা। এরা রোগি নয়, তবে রোগিকে মারার জন্য ডাক্তার কে ব্যাবহার করতে লাইন ধরে অপেক্ষায়।

হাসপাতালগুলোতে যেখানে রুগীর সিরিয়াল থাকার কথা, সেখানে দেখা যায় ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টটেটিভদের সিরিয়াল।

আর ডাক্তার সাহেবরা যত ঔষধ লিখবে তত বেশি কমিশন। যেখানে রুগীরে এক রকমের ঔষধ দিলে ভালো হয়ে যাবে সেখানে দেওয়া হচ্ছে কয়েক রকমের ঔষধ। এ যেন এক মহামারি ব্যবসা, ডাক্তার ইচ্ছা করলেও বালো কোম্পানির ওষুধ লিখতে পারে না কারণ তারা এমন সব লুবনিয় অফার দেয় ,তাই তারা বাদ্য হয়ে তাদের সেমপুলি ওষুধ লেখে ,পেস্কিপশন নিয়ে ফার্মাসিতে গেলে ওরা ওখানে ও চেক করে তাদের ওষুধ লিকসে কি না তা যাচাই করে ,এটা দেখার কেউ নাই

এ সংক্রান্ত আরও সংবাদ