ধর্মপাশা ও মধ্যনগর এলাকায় চোরি’র প্রভাব

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২১

ধর্মপাশা ও মধ্যনগর এলাকায় চোরি’র প্রভাব

“ধর্মপাশা ও মধ্যনগর এলাকায় চোরি’র প্রভাব”

 

 

ডেস্ক রিপোর্ট

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার গ্রামাঞ্চল সহ বাজারে বাড়ছে চোরি।সম্প্রতি ঘটে যাওয়া ধর্মপাশার জয়শ্রীতে অটো রাইস মিল বসানো নৌকা চোরি,মধ্যনগর বাজারে মোবাইলের ২দোকানে চোরি,মজলিশপুর থেকে গরু চোরি,জলুষা সরকারী প্রাথমিক বিদ্যালয় তৈরীর উপকরণ চোরি।এরিমধ্যে বিদ্যালয়ের উপকরণ চোরকে হাতেনাতে আটকের পরেও এক শ্রেনীর লোকজন নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে চোরকে উদ্ধার করে নিয়ে যায়।এর রেশ কাটতে না কাটতেই ঐ এলাকায় পুনরায় ইঞ্জিন ও নৌকা চোরি।একাধিক চোরি’র ঘটনা দিন দিন বেড়ে যাওয়ায় হাওর গবেষকদের ধারণা,এলাকায় চোরির উপযুক্ত বিচার না হওয়ায় এবং জোয়া খেলার প্রভাবে এসব চোরির ঘঠনা ঘটছে।সর্বশেষ চোরি হওয়ার ভুক্তভোগী অঞ্চলের সচেতন মহলের এক ব্যাক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন-আমাদের বর্তমানে সমাজিক বিচারের অব্যাবস্থাপনার জন্য জোয়া খেলা, মাদক, চোরির মত অপরাধ মুলক ঘটনা ঘটছে।উপযুক্ত বিচার হলে ভয় পাবে অপরাধীরা এবং অপরাধ থেকে দুরে থাকবে।তাই আমি সামাজিক বিচারপতি তথা প্রশাসনিক সুদৃষ্টি কামনা করছি। প্রশাসনের সুদৃষ্টি ও সামাজিক সচেতনতা সহ উপযুক্ত বিচার ব্যাবস্থায় হ্রাস পেতে পারে অনেক অপরাধ মুলক কর্মকান্ড।এবং এতে সম্ভাবনাময় যুব সমাজ ধ্বংসের পথ থেকে ফিরে আসবে বলে মনে করছেন তাঁরা।

 

হাবিবা আক্তার জেছি //

এ সংক্রান্ত আরও সংবাদ