জগন্নাথপুর -পাগলা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ৪ জন আহত

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২১

জগন্নাথপুর -পাগলা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ৪ জন আহত

 

হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ

জগন্নাথপুর -পাগলা সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র রানা দাস(১৫) সহ মোটর সাইকেল আরোহী দীনুল(৩০),কামাল(২৮) ও মুনিম(৩৭) নামক ৪ জন আহত হয়েছেন।

ঘটনার বিবরণে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সৈয়দপুর গ্রাম নিবাসী আতর আলীর ছেলে দীনুল কামালী(২৮), আলফু মিয়া চৌধুরীর ছেলে মুনিম চৌধুরী (২৭) ও তিলক গ্রাম নিবাসী মৃত ইব্রাহিম খান এর ছেলে কামাল খান(২৮) আজ ১০ই অক্টোবর রোজ রবিবার নিজ গ্রাম থেকে মোটরসাইকেল যোগে তাহিরপুর উপজেলায় যাওয়ার পথে বেলা ৩ ঘটিকার সময় জগন্নাথপুর -পাগলা সড়ক এর পার্শ্ববর্তী শাহজালাল মহাবিদ্যালয় এলাকায় পৌছা মাত্র রাস্তার পাশে দাড়িয়ে থাকা শান্তিগঞ্জ উপজেলাধীন দর্গাপাশা ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বীরকলস গ্রাম নিবাসী অরুণ দাস এর ছেলে শাহজালাল মহাবিদ্যালয় এর শিক্ষার্থী রানা দাস(১৬) এর সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুর্ঘটনা কবলিত হয়ে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী দীনুল কামালী (৩০),কামাল খাঁন(২৮),মুনিম চৌধুরী ও কলেজ শিক্ষার্থী রানা দাস (১৬) আহত হয়েছেন। তাৎক্ষনিক ভাবে শাহজালাল মহাবিদ্যালয় এর প্রিন্সিপাল এম এ মতিন ও কলেজ শিক্ষার্থী নাঈম প্রমূখ দুর্ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে কলকলিয়া বাজারস্থ মিজান ফার্মেসীতে চিকিৎসা করিয়েছেন।
এ ব্যাপারে ডাঃ মিজানুর রহমান বলেন, আহতদের সাময়িক চিকিৎসা দিয়েছি। তাদের উন্নত চিকিৎসা প্রয়োজন।

এ সংক্রান্ত আরও সংবাদ