বংশীকুন্ডায় সেলুনে উদ্বোধন পাঠাগার

প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২১

বংশীকুন্ডায় সেলুনে উদ্বোধন পাঠাগার

বংশীকুন্ডায় সেলুনে উদ্বোধন পাঠাগার

 

 

নিজস্ব প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের বংশীকুন্ডা বাজারে “রতন রবিদাস হেয়ারকাটিং” সেলুনে পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বংশীকুন্ডা বাজারে কেন্দ্রীয় হাওর সাহিত্য গণপাঠাগারের উদ্যোগে সেলুন পাঠাগার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় হাওর সাহিত্য গণপাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ও কলামিস্ট জীবন কৃষ্ণ সরকার, শিক্ষক নূরুল আলম, হাসুস সমন্বয়ক বিনতা কৃষ্ণ সরকার, হাওর সাহিত্য উন্নয়ন সংস্থার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আল-আমিন সালমান,পাঠাগারের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হোসেন, শামীম আহমেদ জয়,সোলেমান হোসেন, রুবেল মিয়া, আশিকনুর, আজিজুল ইসলাম, রাজন সরকার, রতন সরকার, রিফাত হাসান প্রমুখ।

কেন্দ্রীয় হাওর সাহিত্য গণপাঠাগারের প্রতিষ্ঠাতা হাওরকবি জীবন কৃষ্ণ সরকার বলেন “বই মানুষের সর্বোত্তম বন্ধু।বই পড়ে মানুষ জ্ঞানী হয়,আলোকিত হয়।এই চিন্তা থেকেই আমরা বই পড়া আন্দোলন শুরু করেছি।সকলের সহযোগিতা পেলে আশা করি খুব শীগ্রই সমগ্র হাওরাঞ্চলে আমরা বই পাঠের আন্দোলন ছড়িয়ে দিতে পারবো।

 

হাবিবা আক্তার জেছি //

এ সংক্রান্ত আরও সংবাদ