সাদ এরশাদের উপর হামলা সিলেটে মহিলা পার্টির প্রতিবাদ

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, জুন ১০, ২০২০

সাদ এরশাদের উপর হামলা সিলেটে মহিলা পার্টির প্রতিবাদ
    •  রংপুরে পল্লীবন্ধু এরশাদ পুত্র সাদ এরশাদ ও তার স্ত্রীর উপর হামলার প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর মহিলা পার্টি। বুধবার বিকেলে মহানগর মহিলা পার্টি সভানেত্রী শিউলি আক্তারের উপশহরস্ত বাসায় ২৬ নং ওয়ার্ডমহিলা পার্টি ও  জাতীয় ছাত্র সমাজ   আয়োজিত আলোচনা সভা থেকে এই প্রতিবাদ জানান শিউলি আক্তার। শিউলি বলেন সাদ এরশাদ  আমাদের রাজনৈতিক পিতা পল্লীবন্ধুর সন্তান, তিনি একজন সংসদ সদস্য।তার উপর রংপুরে নিজের বাড়ীতে পল্লিনিবাসে হামলা হয়েছে,তার স্ত্রীর উপর হামলা হয়েছে। এই সময়ে  সিলেটের  বাড়ী নিরব থাকতে পারে না। আজ কেনো সিলেট নিরব আমরা বুঝতে পারলাম না।রাজনৈতিক    পিতার সন্তানের উপর হামলা, প্রয়াত এরশাদের  মাজার থেকে নিশ্চয় অভিশাপ  আসছে। আমরা মহিলা পার্টি সেই বেদনা শুনতে পাই, যারা পায়না তারা হয়তো এই পিতার বিদায়ের সাথে তাদের রাজনৈতিক আদর্শ বদলে ফেলেছে। আমরা এই হামলার প্রতিবাদ জানাই। পূন্যভুমি সিলেটের এ প্রতিবাদ আমাদেরকে কিছুটা হলেও দায়মুক্ত করবে। আগামীতে আমরা রাজপথে প্রতিবাদ করবো সামাজিক দুরত্ব মেনে। আমি আহবান জানাবো সিলেটর সিনিয়র নেতৃবৃন্দকে আসুন আমরা সবাই মিলে এ ঘটনার শুধু প্রতিবাদ নয়,সকলে মিলে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করি।যেমনটি করেছিলাম সব অন্যায়ের বিরুদ্ধে। এই সময়ে আমরা চুপ থাকলে আমাদের পিতার আত্না কষ্ট পাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ