আপেল কিনে পুনরায় বণ্টন করবে ভুটান সরকার।

প্রকাশিত: ৬:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২০

আপেল কিনে পুনরায় বণ্টন করবে ভুটান সরকার।

দিনরাত সংবাদ : লকডাউন অব্যাহত থাকলে আপেল কিনে পুনরায় বণ্টন করবে ভুটান সরকার।

ভুটানজুড়ে লকডাউনের কারণে সেখানকার আপেল উৎপাদনকারীদের ফল রফতানি ব্যাহত হওয়ায় তাদের কোন উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছে সরকার।

কৃষি মন্ত্রণালয় পরিকল্পনা নিয়েছে যে, লকডাউন অব্যাহত থাকলে তারা নিজেরাই আপেল, এলাচ ও কমলার মতো অর্থকরী ফসলগুলো তারা সংগ্রহ ও পুনরায় বণ্টন করবে। এখন থেকে দুই-তিন সপ্তাহের মধ্যেই আপেল সংগ্রহের কাজ শুরু হবে।

কৃষি মন্ত্রী ইয়েশে পেঞ্জোর বলেছেন যে, সরকারী ব্যবস্থাপনা এবং কৃষি কর্মকর্তাদের সহায়তার মাধ্যমে ব্যক্তিগত রফতানিকারকদের কাছ থেকে কৃষকদের উৎপাদিত পণ্য সংগ্রহ করা হবে। তারা এরপর অনলাইনে রফাতনির প্রক্রিয়া চালাতে পারবে। কিন্তু তাদেরকে সরকারী প্রটোকল অনুসারে কোভিড-১৯ এর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

এই প্রক্রিয়ায় কাজ না হলে সরকার এরপর পণ্যগুলো কিনে নেবে, এতে মূল্য সংযোজন করে অভ্যন্তরীণ বাজারে অন্যান্য জরুরি পণ্যের সাথে সেগুলো পুনরায় বণ্টন করবে। লিওনপো বলেন, “সরকার সর্বোচ্চ মূল্য দিতে পারবে না, কিন্তু এটা নিশ্চিত করা হবে যাতে কৃষকরা ক্ষতির মুখে না পড়েন”। তিনি আরও বলেন যে, সরকারের নিজেরও ক্ষতির মধ্যে পড়ে গেলে চলবে না।

Source কুয়েনসেল