কানাইঘাটে মসজিদের জায়গা জবর দখলের চেষ্টা ॥ থানায় অভিযোগ দায়ের

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০

কানাইঘাটে মসজিদের জায়গা জবর দখলের চেষ্টা ॥ থানায় অভিযোগ দায়ের

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট পৌরসভার রায়গড় গ্রামের একটি পারিবারিক পাঞ্জেগানা মসজিদের জায়গা জবর দখলের ঘটনার চেষ্টায় কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আজ সোমবার রায়গড় গ্রামের মৃত ইছরাক আলীর পুত্র সুহেল আমিন এ অভিযোগ দায়ের করেন। দরখাস্ত মামলার প্রেক্ষিতে আজ রাত সাড়ে ৮টার দিকে থানার সেকেন্ড অফিসার হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগে জানা যায়, সুহেল আমিনের দাদার আমলে তাদের পৈত্রিক জায়গার উপর দীর্ঘদিন ধরে একটি পারিবারিক মসজিদ ছিল। মসজিদের অংশ বিদ্যমান থাকায় খরিদা সূত্রে মালিক স্থানীয় নিজ চাউরা গ্রামের সৌদি প্রবাসী সিরাজ উদ্দিন পূর্বের মসজিদ ভাঙ্গিয়া ফেলেন এবং সেখানে নতুন জামে মসজিদ তৈরি করবেন বলে আশ^স্থ করেন। কিন্তু আজ সোমবার সন্ধ্যা ৬টার সিরাজ উদ্দিনের ছেলে মিছবাহ উদ্দিন (২৮) মসজিদের জায়গাটি সহ আশপাশের কিছু জায়গা জবর দখল করার জন্য সেখানে টিনশেডের বাংলাঘর নির্মাণ শুরু করে। তখন সুহেল আমিনের পরিবারের লোকজন বাঁধা প্রদান করলে মিছবাহ উদ্দিন তাদের নানা ধরনের হুমকি প্রদান করে বলে মসজিদের জায়গা সে দখল করিয়া নিবে। এ ঘটনায় সমূহ অভিযোগ এনে সুহেল আমিন মিছবাহ উদ্দিনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ