ভাটির জনপদ দিরাইয়ে হস্থশিল্প বিষয়ক প্রশিক্ষনের সমাপনি অনুষ্টান সম্পন্ন

প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২১

ভাটির জনপদ দিরাইয়ে হস্থশিল্প বিষয়ক প্রশিক্ষনের সমাপনি অনুষ্টান সম্পন্ন

শিক্ষিত অর্ধ-শিক্ষিত বেকার যুবক- যুবতীদেরকে দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ভাবে বহুমুখী প্রশিক্ষণ ও অর্থ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। ভাটির জনপদ দিরাই উপজেলায় বেকার যুব মহিলাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ৭দিন ব্যাপি হস্থশিল্প বিষয়ক প্রশিক্ষনের আয়োজন করে। সফলভাবে প্রশিক্ষণ শেষে আজ দিরাই গনমিলনায়তন হলে যুব উন্নয়ন অধিদপ্তরের তত্বাবধানে ৫০ জন যুব মহিলাদের হস্থশিল্প বিষয়ক প্রশিক্ষনের সমাপনি অনুষ্টান সম্পন্ন হয়েছে। দিরাই যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলুয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, বক্তব্য রাখেন দিরাই উপজেলা খাদ্য কর্মকর্তা কামরুল ইসলাম, দিরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসদ সুনিয়া, দিরাই ব্রাকের সমন্নয়কারী পারুল বেগম। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মামুন বলেন- আমাদের দেশ এখন দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে আর এর পিছনের শক্তি হচ্ছেন আপনারা, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে দক্ষ মানব সম্পদের বিকল্প নেই। এজন্য সরকার দেশের শিক্ষিত অর্ধ-শিক্ষিত যুবসমাজকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলছে এবং অসচ্ছলদের অর্থ সহায়তা করে কর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আসছে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আমরা দেশের উন্নয়ন উন্নতি চাই, সেই সাথে এই দেশের যুবদের এগিয়ে আসতে হবে নিজের পরিবারের, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে।

এ সংক্রান্ত আরও সংবাদ