ফিলিস্তিনিদের নিয়ে সিলেটের তরুণ কবি আজাদ স্বাধীনের কবিতা

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, মে ১৯, ২০২১

ফিলিস্তিনিদের নিয়ে সিলেটের তরুণ কবি আজাদ স্বাধীনের কবিতা

রক্তস্নাত৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ আজাদ স্বাধীন
উৎসর্গঃ ফিলিস্তিন

নির্বাক চোখে দেখছি শুধু, ইহুদি বর্বরতা

বিশ্ব আজো নিরব কেন, কোথায় মানবতা.?
মাছুম শিশুর ক্রন্দনে আজ ভারী ফিলিস্তিন
মুসলমানদের রক্তে কেন আল আক্বসা রঙ্গীন।

ইহুদিবাদের গোড়া কোথায়, কে বা তাদের ত্রাতা
নিরব কেন জাতিসংঘ, কোথায় বিশ্বনেতা.?
ইহুদি থাবায় গাজার ভূমি জ্বলছে প্রতিদিন
মরছে মানুষ, ধ্বংস জীবন, স্থাপনা হচ্ছে বিলীন।

আজকে কোথায় ওআইসি, কিসের নীতিকথা
দেড়শো কোটি মুসলমানদের কোথায় একতা.?
লড়ছে পুরুষ, নারী-শিশু, লড়ছে ফিলিস্তিন
ওরাই যেন বীর জামানার, ওরাই মুজাহিদীন।

আরবের প্রিন্সগুলো কই, কই ধনকুবের আর দাতা
ফিলিস্তিনের তরে কেন, নেই তাদের সহায়তা.?
কোথায় উমর, খালিদ আর বীর সালাউদ্দিন
আবার আসো, মু্ক্ত করো ফিলিস্তিনের জমিন

ইহুদীবাদকে ধ্বংস করো, ওগো বিধাতা
রক্ষা করো ফিলিস্তিন আর আক্বসা’র পবিত্রতা
আক্বসা মোদের প্রথম ক্বিবলা, শুনো ওহে মুমিন
রক্ত দিয়ে শোধ করে দাও,আল আক্বসার ঋণ।