হবিগঞ্জে সরকারি জায়গা দখল নিয়ে দু’পক্ষের টেঁটাযুদ্ধ 

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২১

,নাহিদা আক্তার পপিঃ

সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে হবিগঞ্জে দু’পক্ষের মধ্যে টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আহত দুজনকে সিলেট এবং ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শনিবার (২৬ জুন) সকাল ৯টার দিকে সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের নোয়াখাল গ্রামে এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানান, সরকারি জায়গা দখল নিয়ে হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের নোয়াখাল গ্রামের ছালেক মিয়ার সঙ্গে একই গ্রামের নজরুল মিয়ার বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৪০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় মনু মিয়াসহ দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এ সংক্রান্ত আরও সংবাদ