উপনির্বাচন ও লকডাউন, বিধি মেনে কেমনে প্রচারণা?

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১

উপনির্বাচনে প্রচারণা শুরু হতে না হতেই দেশ আবার লকডাউনে যাচ্ছে।

সোমবার থেকেই তা কার্যকর হচ্ছে বলে সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে। এখন এ আসনের সাধারণ ভোটার থেকে সংশ্লিষ্ট সবার মধ্যে কৌতুহলি প্রশ্ন, কি হবে নির্বাচনের? যথাসময়ে হবেতো? নাকি শিডিউল পরিবর্তন হবে? নির্বাচন হলে প্রচারণা হবে কিভাবে- ইত্যাদি প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে।

সিলেট-৩, দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ আসনের উপনির্বাচন আগামী ২৮ জুলাই। শুক্রবার (২৫ জুন ) প্রতীক বরাদ্দ হয়েছে। স্বাভাবিকভাবে নির্বাচনের ৩ সপ্তাহ আগে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর কথা থাকলেও, সাধারণত প্রতীক বরাদ্দের পরপরই তা শুরু হয়ে যায়। এই উপনির্বাচনেও তা চলছে অঘোষিতভাবে।

একই সাথে সিলেটসহ সারাদেশে পাল্লা দিয়ে চলছে করোনার তা-ব। প্রায় প্রতিদিনই মৃতু ও সংক্রমনের হার বেড়েই চলেছে। অবস্থাটা এমন একটা পর্যায়ে চলে গেছে, এ সংক্রান্ত কারিগরি কমিটি সরকারকে কঠোর লকডাউন বা শাটডাউনের পরামর্শ দিয়েছে।

সেই পরামর্শ অনুযায়ী, আগামী সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হচ্ছে।

সেই সাথে শুরু হয়েছে সিলেট-৩ আসনে উপনির্বাচন নিয়ে জল্পনা কল্পনা। নির্বাচন নির্ধারিত শিউিউল অনুযায়ী হবে কি না, হলে প্রচারণা কিভাবে হবে, নাকি স্থগিত হয়ে যাবে- ইত্যাদি প্রশ্নে চা’র কাপে ঝড় চলছে গোটা নির্বাচনী এলাকায়।
এমনকি, নির্বাচনে অংশ নেয়া চার প্রার্থীও আছেন ধোঁয়াশার মধ্যে। তারাও এ বিষয়ে কিছুই জানেন না।

ভোটারদের কৌতুহল মেটাতে সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদেরের সাথে আলাপ হলে তিনি জানান, এ বিষয়ে কোন নির্দেশনা এখনো আসেনি। আর কোন আগাম ধারণাও দেয়া যাচ্ছেনা। রোববার এ সংক্রান্ত নির্দেশনা আসতে পারে।

এদিকে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট নির্ভরযোগ্য অপর একটি সূত্র জানিয়েছে, প্রচার প্রচারণা সংক্রান্ত নির্দেশনা রোববার আসতে পারে, তবে আপাতত নির্বাচন বন্ধ বা স্থগিত হওয়ার কোন সম্ভাবনা দেখা যাচ্ছেনা।

মানে, এ সংক্রান্ত কৌতুহল রোববারই মেটাতে পারে নির্বাচন কমিশন।

এ সংক্রান্ত আরও সংবাদ