সিলেট ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২১
সিলেটের বিশ্বনাথ থানাধীন দতা গ্রাম থেকে ঝুলন্ত অবস্থায় আরশ আলী (৫০) নামের এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোরে স্থানীয়রা বাড়ির গেইটের সাথে আরশ আলীর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। বুধবার রাতে আরশ আলী বাড়ি ফিরেননি বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানান।
খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বনাথ থানার এসআই আলক দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে আরশ আলীর লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আরশ আলী ওসমানীনগরের ছাইয়ার খাঁ গ্রামের মৃত আকরুছ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার এসআই আলক দাস বলেন, গরু ব্যবসার সুবাধে তিনি দীর্ঘদিন থেকে বিশ্বনাথ থানার দতা গ্রামে শ্বশুরবাড়িতে স্বপরিবারে বসবাস করে আসছেন। তার এক ছেলে রয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকলেও ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
হাবিবা আক্তার জেছি //
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D