জগন্নাথপুরে করোনায় একজনের মৃত্যু

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২০

জগন্নাথপুরে করোনায় একজনের মৃত্যু

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় অকালেই মৃত্যু বরন করেছেন জগন্নাথপুর এর সৈয়দ মিজান(৩৫)। পরিবার ও হাসপাতাল সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রাম নিবাসী মৃত সৈয়দ ছদরুল ইসলাম এর ছেলে সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকার বাসিন্দা ও সিলেট সিটি কর্পোরেশনের কর শাখার কর্মকর্তা সৈয়দ মিজান আহমদ দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।এ সমস্যা নিয়ে তিনি গত চারদিন আগে ১৭ ই আগষ্ট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে থাকায় অবস্থায় তাহার করোনা পজেটিভ রিপোর্ট আসে এবং তাৎক্ষণিক ভাবে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসাপাতালে ভর্তি করার পর গতকাল ২০ শে আগষ্ট রোজ বৃহস্পতিবার দিবাগত রাত ১ ঘটিকার সময় সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টার তিনি(সৈয়দ মিজান) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ ২১ শে আগস্ট বাদ জুম্মা স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে সৈয়দ মিজান এর মরদেহ সিলেট নগরীর মানিকপীর টিলায় সিলেট সিটি করপোরেশন পরিচালনাধীন গোরস্থানে দাফন করা হয়েছে। সৈয়দ মিজান এর অকাল মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জয় বলেন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে তাকে পাঠানো হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তিনি মৃত্যু বরন করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ