সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২১
হুমায়ূন কবীর ফরীদি (জগন্নাথপুর প্রতিনিধি)
জগন্নাথপুরে প্রায় ১ লাখ টাকা সমপরিমাণ মূল্যের নিষিদ্ধকৃত মাছ ধরার সরঞ্জাম নলুয়ার হাওর থেকে উদ্ধার করে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
মৎস্য আইন বাস্তবায়নে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় এর যৌথ উদ্যোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এর নেতৃত্বে ২৬ শে আগষ্ট রোজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নলুয়ার হাওরে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এসময় সরকারি ভাবে নিষিদ্ধকৃত ১ লাখ টাকা সমপরিমাণ মূল্যের মাছ ধরার সরঞ্জাম ২টি পোনা জাল,১টি কারেন্ট জাল এবং ৫ শতটি প্লাস্টিকের ছাঁই উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে এই সমস্ত সরঞ্জাম রেখে জেলেরা পালিয়ে গেছে। পরে উপজেলা পরিষদ চত্বরে এসব অবৈধ সরঞ্জাম গুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান ও জগন্নাথপুর থানার এসআই ওবায়দুল্লাহ সহ এক দল পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D