সিলেট ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২১
দিনরাত ডেস্ক ঃযুক্তরাজ্যের কুইন মেরী ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন সিলেটি সন্তান আবু তালহা। আইন বিষয়ক এল এল বি তে তিনি প্রথম শ্রেণী অর্জন করেছেন। এ ফলাফলে বাংলাদেশী কমিউনিটির অনেকে শুভেচ্ছা জানিয়েছেন। তার এ অর্জনে তার মাতা সালমা হাসান ও শিক্ষকদের অবদান রয়েছে বলে জানান আবু তালহা। পবিত্র কোরআন শরীফ হেফজ করার চেষ্টায় রয়েছেন আবু তালহা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার তেলাওয়াত ভাইরাল হয়েছে কয়েকবার।এ বিষয়ে আবু তালহা পবিত্র মক্কার মসজিদুল হেরামের ইমাম সুদাইসী সাহেবকে অনুসরণ করেন। আবু তালহার পিতা মরহুম আবু জাফর একজন ক্যামিক্যাল ইন্জিনিয়ার ও সফল ধার্মক লোক ছিলেন। আবু তালহার পিতার বাড়ী মৌলভীবাজার জেলায় শমসেরনগর সিথলিয়া গ্রামে । তালহার চাচা একজন জজ ছিলেন বিধায় ঐ এলাকায় বাড়ীটি জজবাড়ী নামে পরিচিত। ভবিষ্যতে তিনি একজন ব্যারিষ্টার ও মানুষের সেবক হতে চান। আবু তালহা ও তার মাতা সালমা হাসান সকলের কাছে দোয়া চেয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D