সিলেট ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৫, ২০২১
ফাহিমা বেগম,স্টাফ রিপোর্টারঃ পাঁচ সদস্য বিশিষ্ট রাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভ্রাতৃত্ববোধের অভাবে রোহিঙ্গা সমস্যা ও ফিলিস্তিন সমস্যা সমাধানে যাচ্ছে না বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে মোমেন।তিনি বলেছেন যদি চীন-রাশিয়া সদয় হয় তাহলে অচিরেই এ সমস্যা সমাধান করা যাবে। ২৪ অক্টোবর রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘জাতিসংঘ দিবস-২০২১’ উপলক্ষে এক আলোচনায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
ড. মোমেন আরোও বলেন, ‘রোহিঙ্গারা আমাদের এখানে আসছে। জাতিসংঘের যা যা করার দরকার করছে। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের একজন যদি আপত্তি করে জাতিসংঘ সেখানে কিছুই করতে পারে না। তার ফলে রোহিঙ্গা সমস্যা ও ফিলিস্তিন সমস্যা ঝুলে আছে বিধায় এর কোনো সমাধান হচ্ছে না। জাতিসংঘের নিজস্ব কোনো শক্তি নেই। তার শক্তি হচ্ছে সদস্য রাষ্ট্রের কাছ থেকে। সেই কারণে আমরা ঝুলে আছি।’
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্র হলো মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স এবং চীন। জাতিসংঘে কোনো বিষয়ে কোনো প্রস্তাব পাস করতে গেলে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রকে একমত হতে হবে। পাঁচ সদস্য রাষ্ট্র যে মত পোষন করবে তাই চূড়ান্ত হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আশা করি, আগামীতে যারা রোহিঙ্গা ইস্যুকে ঝুলিয়ে রেখেছে তারা আরও আন্তরিক হবেন। বিশেষ করে রাশিয়া এবং চীন। তারা চাইলেই আমরা এ অবস্থার পরিবর্তন করতে পারব। আমরা আশাবাদী, আমাদের এ সমস্যা দূর হবে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D