সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১
এর আগেও একাধিকবার ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানো হয়।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে আবারও খবর ছড়াতে থাকে এই নায়ক আর নেই। বেশ কিছু আইডি ও পেজে পোস্ট দিয়ে তিনি মারা গেছেন বলে দাবি করা হয়। যা দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াপরে খোঁজ নিয়ে জানা যায়, ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা সুস্থ আছেন এবং বাসাতেই রয়েছেন। যা ছড়িয়েছে তা গুজব।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসিতে গিয়েছিলেন আলমগীর। সেখানে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে সময় কাটিয়েছেন। আড্ডা দিয়েছেন নায়ক সাইমনের সঙ্গেও৷
মিথ্যা তথ্যে আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তার মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর৷ তিনি ২৯ অক্টোবর মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘আব্বু সুস্থ আছেন, ভালো আছেন। দয়া করে অমানুষের মত গুজব ছড়াবেন না। আপনারাও কোন বাবা মায়ের সন্তান। এত ঘৃণ্য কাজ কিভাবে করতে পারে
এর আগেও একাধিকবার ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানো হয়।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে আবারও খবর ছড়াতে থাকে এই নায়ক আর নেই। বেশ কিছু আইডি ও পেজে পোস্ট দিয়ে তিনি মারা গেছেন বলে দাবি করা হয়। যা দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
পরে খোঁজ নিয়ে জানা যায়, ৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা সুস্থ আছেন এবং বাসাতেই রয়েছেন। যা ছড়িয়েছে তা গুজব।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসিতে গিয়েছিলেন আলমগীর। সেখানে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে সময় কাটিয়েছেন। আড্ডা দিয়েছেন নায়ক সাইমনের সঙ্গেও৷
মিথ্যা তথ্যে আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তার মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর৷ তিনি ২৯ অক্টোবর মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘আব্বু সুস্থ আছেন, ভালো আছেন। দয়া করে অমানুষের মত গুজব ছড়াবেন না। আপনারাও কোন বাবা মায়ের সন্তান। এত ঘৃণ্য কাজ কিভাবে করতে পারেন?’
এদিকে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, নায়ক জায়েদ খানও। তিনি বলেন, ‘এটা খুবই নিম্নমানের কাজ। একটি শ্রেণি অনলাইনে নিয়মিত এমন গুজব ছড়াতে থাকে। আমরা শিগগিরই ব্যবস্থা নিতে যাচ্ছি এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে।’
উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময় নায়করাজ রাজ্জাক, এ টি এম শামসুজ্জামানসহ একাধিক তারকার একাধিকবার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে।
হাবিবা আক্তার জেছি //
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D