বাংলাদেশকে ১৪৩ রানের টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১

বাংলাদেশকে ১৪৩ রানের টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ

সমালোচনা ঘিরে আছে চারপাশ। বিতর্ক তো সঙ্গী অনেক দিন ধরেই। সব কিছু দূরে ঠেলতে একটা জয়ের প্রয়োজন বাংলাদেশের। ওই লক্ষ্যে শুরুটা হলো বেশ।

 

ওয়েস্ট ইন্ডিজকে বেশি বাড়তে দিলো না। ক্যাচ মিসের আক্ষেপ থাকলেও আটকে দিয়েছে কেবল ১৪২ রানেশিকল ভাঙার বার্তা দিয়ে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে গেছে বাংলাদেশ দল। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর এই ফরম্যাটে যতগুলো বিশ্বকাপ খেলেছে টাইগাররা, কোনো ম্যাচেই জয় নেই টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে। এবার সেই ‘দেয়াল’ ভাঙার প্রত্যয় নিয়ে মাঠে নেমেও সুবিধা করতে পারছে না অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দল।

 

সুপার টুয়েলভ পর্বে টানা দুই ম্যাচ হারের পর আজ (শুক্রবার) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরাউইন্ডিজকে পেয়ে বাংলাদেশের সামনে সেই ২০০৭ সালের স্মৃতি ফেরানোর সুযোগ। মাঠ ও মাঠের বাইরে বিধ্বস্ত টাইগাদের এ ম্যাচে ‘একাগ্রতা’ আর ‘জয়ের ক্ষুধা’ চোখে পড়ার মতো। ম্যাচের শুরু থেকেই খেলোয়াড়দের শরীরী ভাষা বলছে, সংযুক্ত আরব আমিরাতে শারজাহয় ম্যাচটি জিততেই মাঠে নেমেছে বাংলাদেশ দল। বিশ্বকাপ মিশনে টিকে থাকতে জয়ের জন্য তাদের প্রয়োজন ১৪৩ রান।

 

হাবিবা আক্তার জেছি //