সিলেট ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২১
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ মঙ্গলবার। এ দিন সকাল ৯টায় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আনিসুর রহমান জানান, শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কমতে থাকার কারণে শীতও বাড়ছে।
তিনি আরও জানান, সকাল ও রাতে ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল পুরো মৌলভীবাজার জেলা।
এই আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা জানান, সামনে তাপমাত্রা আরও কমবে। ফলে শ্রীমঙ্গলে শীতের তীব্রতা আরও বাড়বে।
হাবিবা আক্তার জেছি //
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D