শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা দেশের

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২১

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা দেশের

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ মঙ্গলবার। এ দিন সকাল ৯টায় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে।

 

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

 

আনিসুর রহমান জানান, শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কমতে থাকার কারণে শীতও বাড়ছে।

 

 

 

তিনি আরও জানান, সকাল ও রাতে ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল পুরো মৌলভীবাজার জেলা।

 

এই আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা জানান, সামনে তাপমাত্রা আরও কমবে। ফলে শ্রীমঙ্গলে শীতের তীব্রতা আরও বাড়বে।

 

হাবিবা আক্তার জেছি //

এ সংক্রান্ত আরও সংবাদ