বংশীকুন্ডায় নৌকার মনোনয়ন চেয়ে উপজেলা আওয়ামীলীগের বরাবরে সিভি দাখিলে-দুলাল

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২১

বংশীকুন্ডায় নৌকার মনোনয়ন চেয়ে উপজেলা আওয়ামীলীগের বরাবরে সিভি দাখিলে-দুলাল

বংশীকুন্ডায় নৌকার মনোনয়ন চেয়ে উপজেলা আওয়ামীলীগের বরাবরে সিভি দাখিলে-দুলাল

 

নিজস্ব প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা আওয়ামীলীগে বরাবরে সিভি(জীবন বৃত্তান্ত) জমা দিলেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃদুলাল মিয়া।৩রা নভেম্বর বিকেলে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার হাতে,স্থানীয় নেতৃবৃন্দের সম্মখে জীবন বৃত্তান্ত তুলে দেন মোঃদুলাল মিয়া।উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের রংপুর গ্রামের মরহুম লাল মিয়ার সুযোগ্য পুত্র তিনি।পিতা লাল মিয়া ছিলেন জাতীয় মুক্তি বাহিনী ৭৫র কমান্ডার্স সংগঠন এর সংগঠক।মোঃদুলাল মিয়া ছাত্র জীবন থেকেই মধ্যনগর তথা স্থানীয় আওয়ামী রাজনীতির সঙ্গে নিঃস্বার্থভাবে নিজেকে জরিয়ে রেখেছেন।তিনি উত্তর বংশীকুন্ডা ইউনের স্থায়ী বাসিন্দা।তাঁর রাজনৈতিক সংগঠনে জড়িয়ে থাকা চিত্র তুলে ধরা হলোঃতিনি সাবেক বংশীকুন্ডা ইউনিয়ন ছাত্রলীগ সদস্য,ইউনিয়ন যুবলীগের সহসভাপতি,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি (২বার),ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,বর্তমানে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।এছাড়াও ধর্মীয়,সমাজ সেবা,সামাজিক সংগঠন ও যুব উন্মনের মাধ্যমে পশুচিকিৎসক এবং দুই ইউনিয়নের সভাপতি হিসেবে এলাকায় সেবা করে যাচ্ছেন।আসন্ন ২০২১সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ নৌকা প্রতীকের মনোনয়ন চেয়ে প্রার্থী হিসেবে নিজ এলাকায় সক্রিয় রয়েছেন।তিনি দাবী করছেন এলাকার জনগনের সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস আর ভরসা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে তৃণমুলের ঐ নির্বাচনী এলাকায় তাকেই চান এলাকাবাসী।নৌকার মনোনয়ন পেলে নির্ধিদ্বায় বিজয় সুনিশ্চিত করে জনগনের সেবায় নিজেকে নিয়োজিত করতে জোড়ালো ভূমিকা পালন করবেন।তিনি আরো বলেন আজ মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে জীবন বৃত্তান্ত তুলে দিয়েছি,অবশ্যই দলীয় নৌকা প্রতীকের নির্বাচনের বাহিরে নয়। আমার বিশ্বাস যেহেতু জন্মগতভাবে আওয়ামী রাজনীতির সঙ্গে নিঃস্বার্থভাবে নিজেকে জরিয়ে রেখেছি সেইহেতু কেন্দ্রীয় ভাবে আমাকেই মনোনীত করবেন ইনশাআল্লাহ।

 

হাবিবা আক্তার জেছি //

এ সংক্রান্ত আরও সংবাদ