সিলেট ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২১
নামিবিয়া ক্রিকেট দলের বিপক্ষে ৪৫ রানের জয়ের মাধ্যমে সেমিফাইনাল নিশ্চিত করে দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তান দল। অন্যদিকে ম্যাচ হারলেও শেষ পর্যন্ত লড়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারর মতো খেলতে আসা দলটি। চরম সাহসিকতার পরিচয় দেওয়ার কারণে ম্যাচ শেষে অভিনন্দন জানাতে দলটির ড্রেসিংরুমে যান পাকিস্তানের খেলোয়াড়রা।
পাকিস্তান ক্রিকেট বোর্ড টুইটারে একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে দেখা গেছে ম্যাচ শেষে মোহাম্মদ হাফিজ, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান ও ফখর জামান নামিবিয়ার খেলোয়াড়দের সঙ্গে কথা বলছেন। আফ্রিকান দেশটির এই দারুণ অভিযাত্রাকে স্বীকৃতি দিতেই তাদের এই পদক্ষেপ। দলটির অফিসিয়ালদের মধ্যেও হাস্যোজ্জ্বল আলাপ হতে দেখা যায়।
উল্লেখ্য, আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস ব্যাট করতে নেমে বাবর রিজওয়ানের ফিফটি এবং মোহাম্মদ হাফিজের ক্যামিও ইনিংসের সুবাদে নামিবিয়াকে ১৯০ রানের টার্গেট দেয় পাকিস্তান। জবাবে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৪৪ রান তুলে নামিবিয়া।
হাবিবা আক্তার জেছি //
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D