করোনায় ৭ বিভাগ মৃত্যুশূণ্য, ঢাকায় মৃত্যু ১

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২১

করোনায় ৭ বিভাগ মৃত্যুশূণ্য, ঢাকায় মৃত্যু ১

ফাহিমা বেগম:…….

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের। তার বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০৭ জনে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫৪৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭১ হাজার ৯০৬ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ২১ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ২৩১ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৫ হাজার ৮৯২ জন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ