আজ মরমী কবি সাধক রাধারমণ এর প্রয়াণ দিবস, জগন্নাথপুরে নানা আয়োজন

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২১

আজ মরমী কবি সাধক রাধারমণ এর প্রয়াণ দিবস, জগন্নাথপুরে নানা আয়োজন

 

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

আজ ১০ ই নভেম্বর রোজ বুধবার প্রখ্যাত বাউল সাধক মরমী কবি রাধারমণ দত্তের ১০৬ তম প্রয়ান দিবস উপলক্ষে ১১ ই নভেম্বর রোজ বৃহস্পতিবার জগন্নাথপুরে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে।
আজ ১০ ই নভেম্বর রোজ বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার কেশবপুর গ্রাম নিবাসী উপ-মহাদেশের প্রখ্যাত বাউল সাধক দুই সহস্রাধিক গানের গীতিকার ও সুরকার মরমী কবি রাধারমণ দত্তের ১০৬ তম প্রয়াণ দিবস। এই মহাপুরুষ এর প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে রাধারমণ দত্ত সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদ জগন্নাথপুর এর আয়োজনে ১১ ই নভেম্বর রোজ বৃহস্পতিবার দিনব্যাপী স্থানীয় কেশবপুর বাজার সংলগ্ন মরমী কবি বাউল সাধক রাধারমণ দত্তের স্মৃতি কমপ্লেক্স এর নির্ধারিত স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান এর প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর নিয়ে গঠিত সুনামগঞ্জ – ৩ আসন এর এমপি বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মোঃ সিদ্দিক আহমেদ। পরে দ্বিতীয় পর্বের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত খ্যাতিমান শিল্পী বৃন্দ সংগীত পরিবেশন করবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ