জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের সমাধি পরিদর্শন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী 

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১

জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের সমাধি পরিদর্শন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী 

জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের সমাধি পরিদর্শন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

 

 

 

 

 

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

 

 

 

 

জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্ত এর সমাধী, রাধারমণ সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করার পাশা-পাশি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

১৩ ই নভেম্বর রোজ শনিবার সকাল ১১ ঘটিকার সময় উপমহাদেশের প্রখ্যাত বাউল সাধক মরমী কবি রাধারমণ দত্তের গ্রামের বাড়ী সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর গ্রামস্থ রাধারমণ এর সমাধী ও রাধারমণ সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকার এর সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

পরিদর্শন পূর্ব সময়ে স্থানীয় কেশবপুর বাজার সংলগ্ন রাধারমণ দত্ত সাংস্কৃতিক কেন্দ্রের নির্ধারিত স্থানে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সায়েদুল ইসলাম এর সভাপতিত্বে ও শিক্ষিকা মোছাঃ সালেহা পারভীন এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক হাজ্বী মোঃ রেজাউল করিম রিজু মিয়া, জগন্নাথপুর পৌর সভার কাউন্সিলর শফিকুল হক ও গীতিকার মোশাররফ হোসেন মূসা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আলতাফ হোসেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান, সুনামগঞ্জ জেলা কালচারাল কর্মকর্তা মঞ্জুরুল হক চৌধুরী, জগন্নাথপুর উপজেলা সহকারী( ভূমি) কর্মকর্তা অনুপম দাস, সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক এডভোকেট শামসুল আবেদীন,, সহসভাপতিসহ বিজন সেন রায়,সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট দেবদাস চৌধুরী রঞ্জন।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা যুবলীগ এর সভাপতি মোঃ কামাল উদ্দিন, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, জগন্নাথপুর পৌর সভার কাউন্সিলর মোঃ আলাল হোসেন, সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশীষ ধর, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, বাউলশিল্পী হারুন মিয়া, বাউলশিল্পী বাবুল মিয়া ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মরমী কবি রাধারমণ দত্ত রচিত গান জগন্নাথপুর এর কৃতি সন্তান বাউলশিল্পী ছুরত আলী সহ বাউলশল্পীদের কন্ঠে পরিবেশিত গান উপভোগ করেন প্রতিমন্ত্রী ও অতিথি বৃন্দ।

 

হাবিবা আক্তার //

এ সংক্রান্ত আরও সংবাদ