সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১
দোয়ারাবাজার( সুনামগঞ্জ) :
দীর্ঘদিনের ছুটি কাটানোর পর রোববার (১৪ নভেম্বর) সকাল ১০টায় শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হলো সাড়ে ১১টায়। এদিকে প্রত্যেকটি কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন অভিভাবকরা। তারা সন্তানের জন্য দোয়া পড়ছেন। দোয়ারাবাজারের বাংলাবাজার ইউপির বড়খাল স্কুল এন্ড কলেজে গিয়ে দেখা যায়, কেন্দ্রের বাইরে অনেক অভিভাবক অপেক্ষা করছেন। প্রতি বছরের মতো এবছরও এই কেন্দ্রে পরিক্ষায় অংশগ্রহণ করা নরসিংপুর ইউপির সোনালী চেলা উচ্চবিদ্যালয়ের (১২৯) ঘিলাছড়া স্কুল এন্ড কলেজ (১৩৫) ও রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয়ের (১০৮) জন। বাংলাবাজার ইউপির বড়খাল স্কুল ও কলেজের (১৭৬) ও বাঁশতলা শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়(৩৪) জন। বোগলাবাজার ইউপির বোগলা রুশমত আলী উচ্চবিদ্যালয় হতে ( ১৯৯) জনে মোট ৭৮১ জন পরিক্ষার্থী এ কেন্দ্রে পরিক্ষা দিচ্ছে। এদিকে দোয়ারাবাজার উপজেলায় এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন (২৬৭১-জন-শিক্ষার্থী) । উপজেলায় কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৪ টি। এর মধ্যে স্কু্লের তিনটি ও মাদ্রাসার একটি কেন্দ্র রয়েছে। স্কুলের তিনটি কেন্দ্র দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, সমুজ আলী স্কুল এন্ড কলেজ ও বড়খাল স্কুল এন্ড কলেজ। মাদ্রাসার ১ টি কেন্দ্র কলাউড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। এছাড়াও স্কুলের তিনটি ক্যম্পের তিনটি ভৈনু ও রয়েছে। দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, করোনা মহামারী পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর শুরু হওয়া এসএসসির পরীক্ষায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নজর দিয়ে এবার বাড়তি প্রস্তুতি নিয়েছে কেন্দ্রগুলো। একই সাথে শিক্ষক ও অভিভাবকসহ সংশ্লিষ্টদের জন্য পরীক্ষা শুরুর আগে ও চলাকালে করণীয় নিয়ে বেশ কিছু নির্দেশনাও দেয়া হয়েছে।রবিবার দোয়ারাবাজারের বেশকিছু কেন্দ্রের দায়িত্বশীলরা বলছেন, পরীক্ষার সব ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেই স্বাস্থ্যবিধি মেনে প্রতি বেঞ্চে এক জন করে শিক্ষার্থী পরিক্ষা দিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D