সিলেট ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২১
ফাহিমা বেগমঃঃ…………
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। সর্বশেষ চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ০.৭৩ ভাগ। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে এমন তথ্য।
তারা জানায়, মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (১৭ নভেম্বর) সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় ২ জন ও সুনামগঞ্জে আরও ১ জন করোনা রোগী মারা গেছেন। তাদের নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৮০ জন। এদিকে টানা ১৬ দিন মৃত্যুহীন থাকার পর সর্বশেষ ৪ নভেম্বর সকাল ৮টার পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় একজন মারা গিয়েছিলেন।
এর মধ্যে ওসমানীতে ১১৮ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৮৬ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭৪ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন। এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ৪ জন ও হবিগঞ্জে ১ জন রয়েছেন।
৬৮৮ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ০.৭৩ ভাগ। সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৯৩৪ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮৫৫ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৮৬৩ জন। সুনামগঞ্জের ৬২৪৫ জন, মৌলভীবাজারের ৮১৩১ জন ও হবিগঞ্জের ৬৬৫৫ জন রয়েছেন শনাক্তের তালিকায়।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ১০ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৯ হাজার ২৩০ জন।
তিনি জানান, সিলেট জেলার একটি হাসপাতালে ১জন করোনা রোগী ভর্তি আছেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
অনলাইন সম্পাদক : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D