মধ্যনগরে শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত প্রভাত’র

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২১

মধ্যনগরে শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত প্রভাত’র

মধ্যনগরে শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত প্রভাত’র

স্ত্রীর সংবাদ সম্মেলন

 

সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের মৃত গজেন্দ্র কুমার সরকারের ছেলে প্রভাত চন্দ্র সরকার (৫৫) এর বিরুদ্ধে একই গ্রামের ৫ বছরের এক শিশু কণ্যা কে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠানো অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে প্রভাতের স্ত্রী ও সন্তান।মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলার মধ্যনগর বাজারে সংবাদ সম্মেলনে প্রভাত চন্দ্র সরকারের স্ত্রী নিভা রাণী সরকার লিখিত বক্তব্যে বলেন, গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) আমার স্বামী প্রভাত চন্দ্র সরকারের বিরুদ্ধে এক শিশু কণ্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করে তার পিতা।ওই মামলায় আমার স্বামীকে গ্রেফতারের পর আমার ছেলে নবদ্বীপ সরকার গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সামনে রেখে চামরদানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্নাকে মোবাইল ফোনে আমার স্বামীকে গ্রেফতারের বিষয়টি অবগত করে। তিনি (পান্না) আমার ছেলে কে বলেন বিষয়টি মিমাংসা করতে হলে ৫০ হাজার টাকা লাগবে। টাকা দিতে অক্ষমমতা প্রকাশ করলে তিনি মিমাংসা বিষয়টি এড়িয়ে যান।

নিভা রাণী তার লিখিত বক্তব্যে আরও বলেন, আমার স্বামী গ্রামে অন্যায়ের বিরুদ্ধে একজন প্রতিবাদী মানুষ। পূর্ব শত্রুতার জের ধরে একটি মহল আমার স্বামীকে ফাসিয়েছে। আমার স্বামীর বিরুদ্ধে উল্লেখিত অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।প্রকৃত উতত্থাপনের মাধ্যমে প্রশাসনিক ভাবে সুষ্ঠ তদন্তের জোর দাবি জানান তিনি।প্রভাকর তালুকদার পান্নার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি এই বিষয়ে মিমাংসার ব্যাপারে কারোও কাছে কোনো টাকা দাবি করিনি। এই ঘটনার দিন আমি ঢাকায় অবস্থান করছিলাম।মধ্যনগর থানার ওসি নির্মল চন্দ্র দেব জানান,এই ধরনের মামলায় টাকা পয়সা লেনদেনের কোনো সুযোগ নেই। মামলা এখনও তদন্ত পক্রিয়ায় আছে।যারা টাকা এই ধরনের মামলায় টাকা বিনিময়ে নিষ্পত্তির চেষ্টা করে এরা একশ্রেণীর দালাল।

 

হাবিবা আক্তার //

এ সংক্রান্ত আরও সংবাদ