মধ্যনগরে ২৮বছর ধরে চলছেনাম সংকীর্তন

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২১

মধ্যনগরে ২৮বছর ধরে চলছেনাম সংকীর্তন

মধ্যনগরে ২৮বছর ধরে চলছেনাম সংকীর্তন,

আখড়া স্থায়ী করণ দাবী ভক্তদের

 

তথ্যচিত্রে অমৃত জ্যোতি

সুনামগঞ্জ মধ্যনগরে হরিপুর নওয়াগাঁও গ্রামে ২৮বছর যাবৎ নাম সংকীর্তন চললেও গ্রামের বিভিন্ন বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। কয়েক বছর যাবৎ অনুষ্ঠিত হচ্ছে খোলা মাঠে। পায়নি স্থায়ী কোন মন্দির বা আখড়া।এবছর ২৮তম সার্বজনীন মহোৎসবে নামকীর্তনীয়া দলের নামবিতরন,ভক্তগনের পদচারনা, মহাপ্রসাদ গ্রহনের মধ্যদিয়ে কমিটি সহ হিন্দু সম্প্রদায়ের ভক্ত গনের দাবীতে তুরে ধরেন প্রচীন সার্বজনীন স্থায়ী করণের দাবী জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।এসময় উপস্তিত ধর্মীয় নেতৃবৃন্ধ সহ উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার,৮২ গ্রামের সাবেক সভাপতি দানেশ বিশ্বাস, কামেদা বাবু,বিকাশ রাজ, সুদীন সরকার প্রমুখ।

 

হাবিবা আক্তার //

এ সংক্রান্ত আরও সংবাদ