তাহিরপুরে শিক্ষার্থীদের হাতে নতুন বই

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২২

তাহিরপুরে শিক্ষার্থীদের হাতে নতুন বই

 

তাহিরপুর প্রতিনিধি

 

শফিকুল ইসলাম

স্বাধীন

 

সুনামগঞ্জের তাহিরপুরে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে।

২০২২ ইংরেজি পহেলা জানুয়ারি শনিবার সকাল ১০টায় উপজেলা সদরে অবস্থিত তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসায় আনুষ্টানিভাবে শিক্ষার্থীদের হাতে ২০২২ সালের নতুন বই তুলে দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহিবুর রহমান,সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ প্রমূখ। এছাড়াও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর উপজেলার তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়,তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ,মধ্য তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,বালিজুড়ি হাজী এলাহি বক্স উচ্চ বিদ্যালয় ও আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণ অনুষ্টানে আনুষ্টানিকভাবে বই বিতরণ করেন।

 

হাবিবা আক্তার //

এ সংক্রান্ত আরও সংবাদ