জগন্নাথপুরে গুচ্ছ গ্রাম এর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন ইউএনও

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২২

জগন্নাথপুরে গুচ্ছ গ্রাম এর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন ইউএনও

 

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

 

জগন্নাথপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ গৃহহীনদের জন্য প্রদানকৃত গুচ্ছ গ্রাম এর ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম।

মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর আওতায় কলকলিয়া ইউনিয়ন এর কলকলি গ্রাম এলাকায় গুচ্ছ গ্রাম এর ঘর নির্মাণ কাজ ৪ঠা জানুয়ারী রোজ মঙ্গলবার বিকালে পরিদর্শন করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ, কলকলিয়া ইউনিয়ন ভূমি তহশিলদার নাজমুল হুদা খান, সারবেয়ার মুহিবুর রহমান, ছমির আলী ও আব্দুস শহীদ প্রমূখ।

এসময় বাস্তবে গৃহহীন পরিবারের লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ঘর পেতে অনুরোধ জানিয়েছেন। যাচাই-বাছাই এর মাধ্যমে প্রকৃত জমি ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান করা হবে বলে তাদেরকে আশ্বাস দিয়েছেন।

 

হাবিবা আক্তার ///

এ সংক্রান্ত আরও সংবাদ