সুনামগঞ্জ সীমান্তে মদ, কয়লা, পাথর, বালু, ঠেলাগাড়ী, ইঞ্জিনসহ নৌকা এবং বিভিন্ন পণ্য আটক

প্রকাশিত: ৭:০৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২২

সুনামগঞ্জ সীমান্তে মদ, কয়লা, পাথর, বালু, ঠেলাগাড়ী, ইঞ্জিনসহ নৌকা এবং বিভিন্ন পণ্য আটক

 

শফিকুল ইসলাম স্বাধীন

 

 

বিজিবি সূত্রে জানা যায়

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অভিযানে

ভারতীয় মদ, কয়লা, পাথর, বালু, ঠেলাগাড়ী, ইঞ্জিনসহ স্টীল বডি নৌকা, বাংলাদেশী মটর বুট এবং মটর ডাল আটক।

 

সুনামগঞ্জ জেলার সদর উপজেলা

বনগাঁও বিওপির টহল দল ০৫ জানুয়ারি ৪:০০ ঘটিকায় সীমান্ত পিলার ১২১৬/৭-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সদর উপজেলার ২নং রংগারচর ইউনিয়নের কান্দিরগাঁও নামক স্থান হতে ৫০ কেজি বাংলাদেশী মটর ডাল আটক করে বিজিবি , যার আনুমানিক মূল্য ২,৫০০/- টাকা।

 

জেলার দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ী বিওপির টহল দল ৫ জানুয়ারি ১:৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১২২৭/১১-এস এর নিকট হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৮নং বোগলাবাজার ইউনিয়নের পেশকারগাঁও নামক স্থান হতে ৫০০ কেজি বাংলাদেশী মটর বুট আটক করে বিজিবি,যার আনুমানিক মূল্য ২০,০০০/- টাকা।

 

উপজেলার মাঠগাঁও বিওপির টহল দল ৫ই জানুয়ারি ২:০০ ঘটিকায় সীমান্ত পিলার ১২২৪/৩-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৭নং লক্ষীপুর ইউনিয়নের দর্পগ্রাম নামক স্থান হতে ৪৩ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৬৪,৫০০/- টাকা।

 

অপরদিকে

জেলার তাহিরপুর উপজেলার লাউরগড় বিওপির টহল দল ৫ই জানুয়ারি ৩:০০ ঘটিকায় সীমান্ত পিলার ১২০৩/৪-এস এর নিকট হতে আনুমানিক ০৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৫নং বাধাঘাট ইউনিয়নের সায়েদাবাদ নামক স্থান হতে (২) ঘনফুট ভারতীয় পাথর এবং (৪টি) ঠেলাগাড়ী আটক করে বিজিবি, যার আনুমানিক মূল্য ২২,৪০০/- টাকা।

 

ট্যাকেরঘাট বিওপির টহল দল ৫ জানুয়ারি ৪:০০ ঘটিকায় সীমান্ত পিলার ১১৯৮/৪-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকেরঘাট নামক স্থান হতে ৫০০ কেজি ভারতীয় কয়লা আটক করে বিজিবি, যার আনুমানিক মূল্য ৬,৫০০/- টাকা।

 

অপরদিকে জেলার

বিশ্বম্ভরপুরে

ডুলুরা বিওপির টহল দল ৪ই জানুয়ারি সীমান্ত পিলার ১২১২/৫-এস এর নিকট হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে উপজেলার ১নং শলুকাবাদ ইউনিয়নের শহীদ মিনার নামক স্থান হতে ৩০০০ ঘনফুট ভারতীয় বালু এবং ০৪টি ইঞ্জিনসহ স্টীলবডি নৌকা আটকব করে, যার আনুমানিক মূল্য ৪২,৭০,০০০/- টাকা।

 

একয় উপজেলার চিনাকান্দি বিওপির টহল দল ৪ই জানুয়ারি সীমান্ত পিলার ১২১১/৬-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ৫৫ বোতল ভারতীয় মদ আটক করে বিজিব, যার মূল্য ৮২,৫০০/- টাকা।

 

মাছিমপুর বিওপির টহল দল ৪ই জানুয়ারি সীমান্ত মেইন পিলার ১২০৯ এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের গামারীতলা নামক স্থান হতে ৪৪ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৬৬,০০০/- টাকা।

 

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)

অধিনায়ক

মো: মাহবুবুর রহমান জানান।

 

সর্বমোট সিজার মূল্য- ৪৫,৩৪,৪০০/- টাকা

 

আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং ভারতীয় কয়লা, পাথর, বালু, ঠেলাগাড়ী, ইঞ্জিনসহ স্টীল বডি নৌকা, বাংলাদেশী মটর বুট এবং মটর ডাল সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

হাবিবা আক্তার ///

এ সংক্রান্ত আরও সংবাদ