সুনামগঞ্জে হিজরাদের জন্য মাদ্রাসা প্রতিষ্টা

প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২২

সুনামগঞ্জে হিজরাদের জন্য মাদ্রাসা প্রতিষ্টা

 

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

 

 

হিজরাদের ইসলামীক শিক্ষায় শিক্ষিত করে তুলার লক্ষে মরহুম আহমেদ ফেরদৌস বারী ফাউন্ডেশন এর উদ্যোগে সুনামগঞ্জ শহরে ” দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গ মাদ্রাসা ” প্রতিষ্ঠা করা হয়েছে।

সুনামগঞ্জ জেলায় বসবাসরত তৃতীয় লিঙ্গ এর মানুষ অর্থাৎ হিজরাদের পবিত্র কোরআন শিক্ষা, ইসলামীক জ্ঞান ও ধর্মীয় মূল্যবোধে অনুপ্রাণিত করার প্রত্যয় নিয়ে মরহুম আহমেদ ফেরদৌস বারী ফাউন্ডেশন এর উদ্যোগে প্রথম বারের মতো জেলা শহরস্থ কাজীর পয়েন্ট এলাকায় ” দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গ মাদ্রাসা ” প্রতিষ্ঠা করা হয়েছে। ৯ ই জানুয়ারী রোজ রবিবার বিকালে

সুনামগঞ্জ পৌর সভার জন-নন্দিত মেয়র নাদের বখত এই মাদ্রাসার শুভ উদ্বোধন করার পাশাপাশি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গ মাদ্রাসার মহাপরিচালক মুফতি মুহাম্মদ আব্দুর রহমান আজাদ, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান এডঃ আবুল হোসেন, হাফিজ আতাউর রহমান লস্কর, হাফিজ মাওলানা নূর হোসাইন, মাওলানা ফয়জুন্নুর ফয়েজ, মুকুল বক্স,দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গ মাদ্রাসার পরিচালক এম,মাহফুজুর রহমান(সজিব) ও সহকারী পরিচালক হাফিজ আব্দুল কাইয়ূম সৌরভ চৌধুরী ও হিজরা কল্যাণ সংস্থার সভাপতি সুমনা আক্তার ওরফে কালা হিজরা প্রমূখ।

এই মাদ্রাসায় চার শতাধিক তৃতীয় লিঙ্গ এর অর্থাৎ হিজরা শিক্ষার্থীদের দুই জন শিক্ষক সার্বক্ষণিক ধর্মীয় পুস্তক, নামাজ,রোজা সহ সবরকমের ধর্মীয় শিক্ষা প্রদান করবেন।

সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গ এর মানুষদের ধর্মীয় শিক্ষা দিতেই এই উদ্যোগ।

 

হাবিবা আক্তার //

এ সংক্রান্ত আরও সংবাদ