জৈন্তাপুরের মেয়ে মাহরীন মামুনের পিএইচডিতে ডেভিড রস ফেলোশিপ লাভ

প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২২

জৈন্তাপুরের মেয়ে মাহরীন মামুনের পিএইচডিতে ডেভিড রস ফেলোশিপ লাভ

দিনরাত সংবাদঃ

জৈন্তাপুরের দরবস্ত গ্রামের হাকীম মনসুর সাহেবের নাতনী এবং বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক ও বার্তা সম্পাদক ম.মামুন কন্যা মাহরীন মামুন তমু যুক্তরাষ্ট্রর ইন্ডিয়ানায় ইউনিভারসিটি অব পারডু তে পিএইচডিতে গবেষনার জন্য ডেভিড রস ফেলোশিপ লাভ করেছেন। যেখানে তার সম্পূর্ণ গবেষনা এবং জীবনযাপনের খরচ ডেভিড রস ফাউন্ডেশন বহন করবে। তিনি ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারপার্সন সৈয়দা ফাতেমা তাজ ডি এর কন্যা।

রস ফেলোশিপ খুবই সম্মানজনক এবং প্রতিযোগীতাপূর্ন একটি বৃত্তি যেখানে পাঠদান ছাড়াও প্রতিযোগীদের সামাজিক কর্মকান্ডে তাদের অবদান মূল্যায়ন করা হয়। মাহরীন বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদে সহকারী অধ্যাপক হিসেবে গত ১০বছর যাবত কাজ করেছেন। ব্যক্তি জীবনে উনি বিবাহিত ও এক ছেলে এক মেয়ের জননী। উনার স্বামী সোহেল ইকবাল ঢাকাস্থ যুক্তরাষ্ট্র এম্বেসীর এডুকেশন ডিরেক্টর হিসেবে কর্মরত। মাহরীন তার জীবনের আদর্শ হিসেবে তার দাদা হাকিম মনসুরকে মানেন যিনি প্রত্যন্ত গোয়াইনঘাট এর ডৌবাড়ীর এক পরিবার থেকে এসে জীবনে অনেক সংগ্রাম করে আসাম সিভিল সার্ভিস অফিসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। মাহরীন সকলের দোয়া প্রত্যাশী এবং পিএইচডি শেষে দেশে ফেরত এসে শিক্ষাবিদ হিসেবে কাজ করতে চান।

 

এ সংক্রান্ত আরও সংবাদ