সিলেট ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২২
ছাদিকুর রহমান সোহেলঃ
সিলেট মোগলাবাজার উপজেলার শ্রীরামপুরে সড়ক দুর্ঘটনায় মোঃআসাদ আকঞ্জি( ৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা আনুমানিক ৭ঃ৪৫ ঘটিকার সময় শ্রীরামপুর বাজার হইতে বাসায় যাওয়ার সময় শ্রীরামপুর মাদরাসার বিপরীতে গোলাপগঞ্জগামী একটি পিকাপ গাড়ীর ধাক্কায় আসাদ আকঞ্জির ঘটনাস্থলেই মৃত্যু হয়।বেপরোয়া গাড়ী চালক ঘটনাস্থলে থেকেই পালিয়ে যায়। মোগলাবাজার থানার পুলিশ অফিসার এ. এস. আই আব্দুল জলিল তখন ডিউটিতে ছিলেন। শ্রীরামপুর বাইপাস এলাকাবাসী চিৎকার শুনে তখন পিকআপ এর পিছু নেন, গোলাপগঞ্জ থানার বইটিকর এলাকা থেকে গাড়ি উদ্ধার করেন এ.এস.আই আব্দুল জলিল।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মোঃআসাদ আকঞ্জি (৬৫) ; পিতাঃআব্দুল মনাফ আকঞ্জি ; সাং-বাঘওরা (সাতগাউ) ;থানাঃবিশম্ভপুর ;
জেলাঃ সুনামগঞ্জ। তিনি শ্রীরামপুর শেখপাড়া মাওলানা আব্দুল কাদের এর বাড়ীতে ভাড়া থাকতেন।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
সম্পাদক (অনলাইন) : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D