সিলেট ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৭ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২২
সিলেটে পেট্রোল পাম্প সিএনজি মালিক-শ্রমিকদের দাবী বাস্তবায়নে প্রচারণা শুরু
মুহাম্মদ সানোয়ার আলী ::::::::::
সিলেট বিভাগীয় সি.এন.জি, পেট্রোল পাম্প, এলপিজি, ট্যাংকলরী মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষে প্রচারণা কার্যক্রম শুরু করেছেন। আজ বুধবার (২ মার্চ) সকালে নগরীর বাবনাস্থ যমুনা ডিপো থেকে আনুষ্ঠানিক এই প্রচারণা শুরু করেন সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসুচির অংশ হিসেবে যমুনা ডিপো, পদ্মা ডিপো, মেঘনা ডিপোসহ বিভিন্ন সিএনজি ও পেট্রোল পাম্পে প্রচারণা কার্যক্রম পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, কর্মসূচি সমন্বয় কমিটির আহবায়ক সিরাজ হোসেন, আহমদ আলমগীর, যুগ্ম আহবায়ক সাজওয়ান আহমদ, এনামুল হক রুবেল, মুশফিকুর রহমান চৌধুরী শাহেদ, রফিকুল ইসলাম রফিক, জুবের আহমেদ চোধুরী খোকন, ইউনুস মিয়া, মনিরুল হোসেন, রিয়াদ উদ্দিন, সানোয়ার আলী, সিলেট ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক সুহেল আহমেদ, সাংগঠনিক আব্দুল আজিজ, আলমগীর বাবর, রুকন আহমদ প্রমূখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, সংঠনের দেয়া দাবীগুলোর সাথে জনস্বার্থ সংশ্লিষ্ট, বিধায় এই ৬ দফা দাবী অনতিবিলম্বে মানতে হবে অন্যথায় সিলেট বিভাগীয় সিএনজি গ্যাস ফিলিং স্টেশন, পেট্রোল পাম্প এলপিজি, ট্যাংকলরি, মালিক শ্রমিক ঐক্য পরিষদ ট্যাংকলরি দিয়ে সারা শহর পদক্ষিণসহ কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।
দাবিগুলোর মধ্যে রয়েছে, ওভারলোডের অজুহাতে সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ বন্ধ, অবিলম্বে সিলেট বিভাগের প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস লোড বৃদ্ধি, সিলেট বিভাগে পেট্রোল, ডিজেল, অকটেন সরবরাহ নিশ্চিতকরণ, সিলেটের প্রত্যেকটি গ্যাস ফিল্ডস থেকে ট্যাংকলরির ডেসপাস চালুকরণ, অবিলম্বে সিলেট বিভাগের আওতাধীন প্রতিটি গ্যাস ফিল্ডস পূর্বের ন্যায় চালু এবং জ্বালানি ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে সরকারি তরফ থেকে সকল ধরণের অহেতুক হয়রানি বন্ধ করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D