সিলেট ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২২
দিনরাত সংবাদঃ
ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে সুপার-ইয়ট জব্দ করেছে জার্মানি। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর কঠোর সিদ্ধান্তের পর এ ঘটনা ঘটল। ওই সিদ্ধান্তে রুশ সরকারের পাশাপাশি দেশটির ক্ষমতার কাছাকাছি থাকা ধনকুবেরদেরও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৫১২ ফুট লম্বা ‘দিলবার’ নামের ইয়টকে হামবুর্গ থেকে জব্দ করা হয়।
দিলবার ইয়টটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ইয়ট। জার্মানির লারসেন শিপইয়ার্ডে এটি নির্মিত হয়। বিলাসবহুল এ জাহাজের যাত্রী মাত্র ৪০ জন। আর ইয়টের ক্রু তার দ্বিগুণ।
জানা গেছে, প্রায় ৫ হাজার ১০০ কোটি টাকা (৬০০ মিলিয়ন ডলার) মূল্যের সুপার-ইয়টের মালিক রুশ অলিগার্ক বিলিয়নেয়ার আলিসার উসমানভ। রুশ অলিগার্ক বলতে সেসব ধনকুবেদের বোঝায়, যারা দেশটির রাষ্ট্রীয় ক্ষমতার খুব কাছাকাছি থাকে।
এখন পর্যন্ত ইইউ যে ২৫ জন রুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আলিসার উসমানভ তাদের অন্যতম।
ভ্যাসেল ফাইন্ডারের তথ্য অনুযায়ী সর্বশেষ ৫ জানুয়ারি থেকে হামবুর্গের পোর্টেই ইয়টটি অবস্থান করছিল।
বিবিসি/ফাহিমা
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D