একাত্তরে বুদ্ধিজীবী হত্যা এবং গণহত্যার দুই যুদ্ধাপরাধী গ্রেফতার

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২২

একাত্তরে বুদ্ধিজীবী হত্যা এবং গণহত্যার দুই যুদ্ধাপরাধী গ্রেফতার

দিনরাত সংবাদঃ

একাত্তরে বুদ্ধিজীবী হত্যা এবং গণহত্যার অভিযোগে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দুই যুদ্ধাপরাধীকে গ্রেফতার করেছে। তারা হলেন- উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের বেড়াডাকুরি গ্রামের মনিরুজ্জামান কোহিনূর এবং চাতুটিয়া গ্রামের আলমগীর হোসেন তালুকদার।

এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের উপপরিচালক এবং তদন্তকারি কর্মকর্তা মতিউর রহমান খবরটি নিশ্চিত করেন। এদিকে, এই দুই যুদ্ধাপরাধীকে গ্রেফতারের খবরে গোপালপুর উপজেলার সাধারণ জনগণ স্বস্তি প্রকাশ করেছে।

বৃহস্পতিবার রাতে তাদের ফাঁসির দাবিতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গোপালপুর পৌরশহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে থানা ব্রিজ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা তাদের ফাঁসির দাবি জানান।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান,বৃহস্পতিবার দুপুরে জেলার গোপালপুর থেকে আলমগীর হোসেনকে পৌরশহরের বাসা থেকে এবং মনিরুজ্জামান কোহিনূরকে ঢাকার এলিফ্যান্ট রোডের বাসা থেকে গ্রেফতার করা হয়।

সিপ্র২৪/ফাহিমা

এ সংক্রান্ত আরও সংবাদ