সিলেট ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০
মাধবপুরে মটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ হারালেন নারায়নগঞ্জের দুই তরুণ-তরুণী। শনিবার (১১ জুলাই) সকাল ১১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আল-আমিন সিএনজি ফিলিং ষ্টেশনের পার্শবর্তী (কড্ডা) নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
দূর্ঘটনায় নিহতরা হলেন, নারায়নগঞ্জের বেটকা গ্রামের বাসিন্দা ইমন মিয়া (২৬) ও জান্নাত আক্তার (২৫)।
রাবেয়া রুশেনা নামে তাদের এক সফরসঙ্গী জানান, শ্রীমঙ্গল এক আত্নীয়ের বাসা থেকে নারায়নগঞ্জ ফেরার পথে কড্ডা নামক স্থানে আসলে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে সিল্প খেয়ে পরে গেলে ঘটনা স্থলেই জান্নাত আক্তার (২৫) মারা যান। আর মটরসাইকেল চালক ইমন মিয়া (২৬) কে উদ্ধার করে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- 01712-174796
সম্পাদক (অনলাইন) : জাকারিয়া হোসেন জোসেফ
মোবাঃ- 01711-145909
ইমেইলঃ-newssylbangla@gmail.com
এক্সেল টাওয়ার ২য় তলা সুবিদ বাজার, সিলেট।
Design and developed by M-W-D