আবু সাদাত মোঃ সোহেলের “বার -এট -ল” ডিগ্রী অর্জন

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২২

আবু সাদাত মোঃ সোহেলের “বার -এট -ল” ডিগ্রী অর্জন

সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিউয়েনর কৃতি সন্তান আবু সাদাত মোঃ সোহেল যুক্তরাজ্য থেকে বার এট ল ডিগ্রি অর্জন করেছেন। তিনি ইংল্যান্ডের খ্যাতনামা প্রতিষ্ঠান সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ‘বারপ্রফেশনাল ট্রেনিং কোর্স (বিপিটিসি) সম্পন্ন করেন।

১৭ মার্চ ২০২২ আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের দ্যা অনারেবল সোসাইটি অব লিংকনস্ ইন্ তাকে বার-এট ল (ব্যারিস্টার) সনদ প্রদান করেছে।

তার পিতা মোহাম্মদ আব্দুল্লাহ অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক। মাতা হাওয়ারুন ন্নেছা গৃহিনী।
৫ ভাই-বোনের মধ্যে তৃতীয় ব্যারিস্টার সুহেল।
বড় ভাই মোহাম্মদ আব্দুল বাছিত সেলিম পরিবারসহ যুক্তরাজ্যে প্রবাসী এবং সুপরিচিত ব্যবসায়ী । বড় বোন ফাহিমা আক্তার রিনা(সাবেক সহকারী শিক্ষিকা) পরিবারসহ যুক্তরাজ্য প্রবাসী । ছোট ভাই ডাক্তার আবু তাহের মোহাম্মদ বাহার (BDS) পরিবারসহ যুক্তরাজ্য প্রবাসী।
ছোট বোন ডাক্তার সাবরিনা আক্তার (MBBS), বাংলাদেশে একটি প্রাইভেট হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক হিসেবে আছেন।

ব্যারিস্টার সোহেলের স্ত্রী শামিমা সাদাত যুক্তরাজ্যে সুনামের সাথে ব্যাচেলর ডিগ্রী অর্জনের পর NSH-এ কর্মরত আছেন। তার স্ত্রীও বিশ্বনাথ উপজেলার রামপাশা রোড়ের আলোকিত এক পরিবারের সন্তান। ব্যক্তিগত জীবনে সোহেল দম্পতি তিন কন্যা সন্তানের জনক।
আবু সাদাত মোহাম্মদ সোহেল জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার মধ্যে প্রথম এই সম্মানজনক ব্যারিস্টারী ডিগ্রী অর্জন করেছেন বলে জানা গেছে।

তিনি সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ