হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটিকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২২

হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটিকে সংবর্ধনা প্রদান

 

সিলেটের জৈন্তাপুর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্টান হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সংশ্লিষ্ট সকল কে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা কতৃক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

 

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১১ টায় হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা কবির আহমেদ’র পরিচালনায় ও ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন’র সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলী সরকার, প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন, অভিভাবক সদস্য রফিক আহমেদ, আব্দুল মতিন, ফখরুল ইসলাম, জাকারিয়া লাদেন।

 

 

এসময় উপস্থিত ছিলেন, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন,সেরদিল হোসাইন, মুবাশ্বির আলী,দেওয়ান আল কাইজার চৌধুরী, সহকারী শিক্ষিকা নাসরিন আক্তার,সুফিয়া বেগম, অর্চনা বিশ্বাস, সাইদা বেগম শিরিন আক্তার , বিদ্যালয় অফিস সহকারী মুছা মিয়া, জাকারিয়া ও বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী।

 

সভার শুরুতে ফুলেল শুভেচ্ছা ও সমাপ্তি পর্যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলী সরকার কতৃক নবগঠিত ম্যানেজিং কমিটির সংশ্লিষ্ট সকলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ