সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২২
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে সিলাম ইউপি চেয়ারম্যানের অভিনন্দন
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সিলেট’র প্রথম পূর্ণাঙ্গ কমিটির সভাপতি, নিরলস সমাজকর্মী, সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর এবং সাধারণ সম্পাদক, তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলামসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দক্ষিণ সুরমা বিভিন্ন দিক থেকে একটি গুরুত্বপূর্ণ উপজেলা। ঐতিহ্যবাহী এই অঞ্চলের রয়েছে একটি গৌরবময় ইতিহাস। দক্ষিণ সুরমার সাহিত্য-সাংবাদিকতারও রয়েছে উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি বলেন, আমি মনে করি এই অঞ্চলের গৌরবময় ঐতিহ্যের ধারা বজায় রেখে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃৃন্দ তাঁদের লেখনীর মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন।
তিনি দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবযাত্রায় নতুন কমিটির সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D