জগন্নাথপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, মে ২২, ২০২২

জগন্নাথপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

 

চলমান বন্যার দুর্যোগ কাটিয়ে উঠার লক্ষে জগন্নাথপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অব্যাহত বৃষ্টিপাত আর উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলের পানিতে আকষ্মিক বন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বন্যা কবলিত মানুষের সহযোগিতার্থে জগন্নাথপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে আজ ২২ শে মে রোজ রবিবার বিকাল ৩ ঘটিকার সময় উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, জনগন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সায়খুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মোখলেছুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শহীদুল ইসলাম বকুল, পাটলী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ আংগুর মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ছদরুল ইসলাম, আশারকান্দী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আইয়ুব খান, মীরপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মাহবুবুল হক ও জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র মোঃ সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুর রব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূ্ঁইয়া, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, ব্র্যাক কর্মকর্তা আমজাদ হোসেন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান শামসুদ্দিন কামালী, উপজেলা সমাজ সেবা অফিসার বিলাল হোসেন, উপজেলা সমবায় অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ আবুল কাইয়ুম, জগন্নাথপুর থানার এসআই মোঃ জিন্নাতুল ইসলাম তালুকদার ও সুনামগঞ্জ জেলা ছাত্র লীগ এর সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমাদের প্রশাসন প্রস্তুত আছি। বন্যা কবলিত মানুষের জন্য উপজেলায় ৪৩ মেট্রিকটন চাল ও নগদ ৫০ হাজার টাকা মজুদ রয়েছে। যাদের ঘর-বাড়িতে পানি প্রবেশ করেছে তাদের তালিকা করে ২৪ ঘন্টার মধ্যে দিবেন। আমরা দ্রত শুকনো খাবার বন্যায় দুর্দশাগ্রস্থ মানুষের মাঝে আপনাদের মাধ্যমে পৌঁছে দেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনা মন্ত্রী জগন্নাথপুরবাসীর খোঁজ খবর নেওয়ার পাশা-পাশি ত্রাণ বরাদ্দ দিয়েছেন। আরো ত্রাণ সামগ্রী আসবে। তিনি আরও বলেন, অব্যাহত বৃষ্টিপাত ও উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলের পানিতে উপজেলা নীচু এলাকা প্লাবিত হয়েছে এবং কিছু বাড়ী-ঘরে পানি উঠে পড়েছে। তবে বন্যা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গতকাল চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর বন্যা কবলিত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছি। সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

এ সংক্রান্ত আরও সংবাদ