জৈন্তাপুরে সারী রেঞ্জ-এ বৃক্ষরোপন কর্মসূচী’র উদ্বােধন 

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জুন ১৩, ২০২২

জৈন্তাপুরে সারী রেঞ্জ-এ বৃক্ষরোপন কর্মসূচী’র উদ্বােধন 

 

জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: জৈন্তাপুর উপজেলার সারীঘাট সারী রেঞ্জ-এর ডৌডিক পাহাড়ে সিলেট বন বিভাগ আয়োজিত সামাজিক বনায়ন কর্মসুচি’র অধীনে বে-দখল হওয়া সরকারী জায়গা উদ্বার করে সারী রেঞ্চ অফিস ৫ হেক্টর জায়গায় বৃক্ষরোপন কর্মসুচি’র উদ্বােধন করা হয়েছে।

গত ১১জুন শনিবার সকাল সাড়ে ১০টায় বৃক্ষরোপন কর্মসুচি’র উদ্বােধন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, সারী রেঞ্জ কর্মকর্তা

সাদউদ্দিন আহমদ,জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, অর্থ সম্পাদক শাহজাহান কবির খান।

উদ্বার হওয়া সরকারী ৫ হেক্টর জায়গার মধ্যে ১৫ হাজার ঔষদি গাছের চারা সহ আমলক্ষী,জারুল,শিমুল,কৃষ্ণচুড়া ইত্যাদি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপন করা হয়।

 

এ সংক্রান্ত আরও সংবাদ