জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রত্যাশী ৫ জনের নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জুন ১৭, ২০২২

জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রত্যাশী ৫ জনের নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত

হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর প্রতিনিধিঃ

উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দলীয় মনোনয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রত্যাশী ৯ জন প্রার্থীর মধ্যে ৫ জনের নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি সনের ২৭ শে জুলাই সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা পরিষদ এর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়নে নৌকা প্রতীক এর চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের লক্ষে জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী লীগ এর উদ্যোগে ১৫ ই জুন রোজ বুধবার দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় দলীয় মনোনয়ন নৌকা প্রতীকে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি জগন্নাথপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান মোঃ আকমল হোসেন, সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি মোঃ নূরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল হক, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সহ-সভাপতি ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারন সম্পাদক মাস্টার সিরাজ উদ্দিন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তাদির আহমদ মুক্তা, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু রঞ্জন ধর ও সুনামগঞ্জ জেলা পরিষদ এর সাবেক সদস্য সাবিনা সুলতানা। দলীয় সুত্র জানায়, এই সভায় ব্যাপক আলোচনাক্রমে আকমল হোসেন, রেজাউল করিম রিজু, নূরুল ইসলাম, হারুনুর রশীদ ও মিন্টু রঞ্জন ধর এর নাম দলীয় ভাবে কেন্দ্রে আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি সৈয়দ মোঃ আবুল কাশেম।
এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ