দঃসুরমা উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় জনগণের নিরাপত্তার স্বার্থে নিম্নে উল্লেখিত গ্রাম সমুহে আজ সন্ধ্যা হতে পানি না কমা পর্যন্ত রাতের বেলা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জুন ২৪, ২০২২

দঃসুরমা উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় জনগণের নিরাপত্তার স্বার্থে নিম্নে উল্লেখিত গ্রাম সমুহে আজ সন্ধ্যা হতে পানি না কমা পর্যন্ত রাতের বেলা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মুহাম্মদ সানোয়ার আলী:::::::

দঃসুরমা উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় জনগণের নিরাপত্তার স্বার্থে নিম্নে উল্লেখিত গ্রাম সমুহে আজ সন্ধ্যা হতে পানি না কমা পর্যন্ত রাতের বেলা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


দিনের বেলা বিদ্যুৎ চালু থাকবে।

১) জালালপুর ইউনিয়ন ।
করিমপুর, মালাকান্দি, বুরুন্ডা, মুর্তি-ইসলামাপুর, সমসপুর, বড়চক-নোয়াগাও, মুক্তারপুর, নিজ-জালালপুর, রায়বন্দ, সুনামপুর।
২) দাউদপুর ইউনিয়নঃ
ইনাতআলীপুর, মির্জানগর, মানিকপুর, রাওতকান্দি, সিকান্দারপুর।
৩)মোগলাবাজার ইউনিয়নঃ পাঠানচক, খলাগাও, হরিনাথপুর, ধরমপুর, মোহাম্মদপুর, মাহমুদাবাদ, ভাঙ্গী।
৪)সিলাম ইউনিয়নঃ ডুংশ্রী, খড়ারিয়া, মোল্লারচক, সরকারচক, চারকাঠিরচক, ভরাউট, বিলপাড়, আকিলপুর, নজরপুর, চান্দাই।
৫) কুচাই ইউনিয়নঃ কুচাই-মাঝপাড়া।

জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।

এ সংক্রান্ত আরও সংবাদ