সিলেট ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, জুন ২৫, ২০২২
মুহাম্মদ সানোয়ার আলী:::::::
চলমান বন্যায় দক্ষিণ সুরমা উপজেলার অধিকাংশ এলাকার মানুষ আক্রান্ত হয়েছেন। পানিবন্দি এসব মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব। ক্লাব নেতৃবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে পানিবন্দি মানুষকে সহযোগিতার অংশ হিসেবে শনিবার (২৫ জুন) দিনব্যাপী দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের চারিকাটির চক গ্রামে রান্না করা খাবার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছেন।
শনিবারের এই কার্যক্রমের সহযোগিতা করেছেন মের্সাস মা বাবা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মোঃ সামি।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, প্রতিষ্ঠাতা আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, সিনিয়র সহ সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুমান আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল। সিলাম ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আহমদ আলী, সাবেক মহানগর ছাত্রলীগ নেতা ও সিলাম ইউনিয়ন যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জাহেদ আহমদ, আব্দুশ শহীদ প্রমুখ।
ক্লাব নেতৃবৃন্দ জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলায় বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D