দেশের সকল দুর্যোগ মুহুর্তে সাংবাদিকরা পাশে দাঁড়ান: মোহাম্মদ আবু জাহিদ

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, জুন ২৭, ২০২২

দেশের সকল দুর্যোগ মুহুর্তে সাংবাদিকরা পাশে দাঁড়ান: মোহাম্মদ আবু জাহিদ

মুহাম্মদ সানোয়ার আলী ::::

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বন্যা দুর্গতদের মধ্যে শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেছেন, দেশের সকল দুর্যোগ মুহুর্তে সাংবাদিকরা পাশে দাঁড়ান। এরই ধারাবাহিকতা ধরে রেখেছে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব। তারা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি সোমবার (২৭ জুন) দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের হাসামপুর গ্রােেম ৯ নম্বর ওয়ার্ডের বন্যা দুর্গত মানুষের মধ্যে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদানকালে এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সুনিল দেব, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আধির পাল, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মীর মতিউর রহমান, যুবলীগ নেতা কামাল উদ্দিন, আবুল হুসেন, নিজ হাসামপুর যুব সমাজের সহ সভাপতি সিহাব উদ্দিন, সুমন উদ্দিন, জালালপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আব্দুল হাকিম, ব্যবসায়ী রুবেল আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ