সিলেট ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২২
দক্ষিণ সুরমায় সাদিক কেয়ার ক্লাবের
রান্না করা খাবার বিতরণ অব্যাহত
স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত সিলেটের মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ অব্যাহত রেখেছেন সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের কৃতি সন্তান রিয়াল এডমিরিয়াল মাহবুব আলী খাঁন স্মৃতি সংসদের প্রতিষ্টাতা সভাপতি ও প্রবাসী কমিউনিটি নেতা আহমেদ সাদিক। সাদিক কেয়ার ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় ও মাহবুব আলী খানের পরিবারবর্গের সৌজন্যে দক্ষিণ সুরমার সিলাম ও জালালপুর ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও পানিবন্দি মানুষের মধ্যে রান্না করা খাবার বিশুদ্ধ খাবার পানি বিতরণ করছেন।
খাবার বিতরণের ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার (৫ জুলাই) জালালপুর ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও জালালপুর ইউনিয়নের মুর্তি, ইসলামপুর, দাসপাড়া, নয়াগাঁও, মালাকান্দি, মুক্তিরচক, করিমপুর সহ বেশ কয়েকটি গ্রামের পানিবন্দি প্রায় ১ হাজার ২ শ’ জন মানুষের মধ্যে রান্না করা খাবার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।
রান্না করা খাবার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণকালে এলাকার বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন, সিলাম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মাছুম আহমদ, সাবেক সদস্য আলী ইমাম, সদর দক্ষিণ জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মুহিবুর রহমান, গোল্ডেন ফিউচার একাডেমির প্রধান শিক্ষক ও নিয়ামাহ গ্রুপের এমডি সারোয়ার হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, অর্থ সম্পাদক ও দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার স্টাফ রিপোর্টার সানওয়ার আলী, সমাজসেবী সিরাজুর রহমান, ছালেহ আহমদ, বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিস ট্রাস্ট ব্লাস্ট এর মানবাধিকার কর্মী বাবুল আহমদ, গোল্ডেন ফিউচার একাডেমির সহকারী শিক্ষক আবুল হোসেন ইমন, তেলিপাড়া মসজিদ উন্নয়ন কমিটির সহ সভাপতি জয়নাল আবেদীন, সমাজসেবী আব্দুর রব, আব্দুল হক, আলী হোসেন, পাপ্পু মিয়া, রেজান আলী, জুয়েল আহমদ, সানর আলী, ফাহাদ আহমদ, লিমন আহমদ, অপু আহমদ, জুবেল আহমদ, শিমুল আহমদ, আতা মিয়া, ছাদিক আহমদ, সুয়েব আহমদ, নিয়াজ আহমদ, মাহবুব আহমদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ- মোহাম্মদ মুজিবুর রহমান (ডালিম)
মোবাঃ- ০১৭১২ ১৭ ৪৭ ৯৬
ইমেইলঃ- newssylbangla@gmail.com
রংমহল টাওয়ার ৪র্থ তলা বন্দর বাজার, সিলেট।
Design and developed by M-W-D